সৌদি আরবে অভিযানের ফুটেজ প্রকাশ করল হুথিরা

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯
ছবি-পার্সটুডে

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের বিরুদ্ধে যে বিশাল সামরিক অভিযান চালিয়েছে তার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। কাল হামলা হলেও আজ এ ফুটেজ প্রকাশ করল সংস্থাটি।

এ অভিযানে ইয়েমেনের হুতি সৌদি আরবের কয়েক হাজার সৈন্য এবং তাদের কয়েক শত গাড়ি আটক করেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহয়া সারিয়া এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছেন।

ইয়াহয়া সারিয়া বলেন, এ হামলায় সৌদি সামরিক বাহিনীর তিনটি ব্রিগেড সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তাদের কয়েক শত গাড়ি আটক করা হয়েছে। আর কয়েক হাজার সৈন্য বন্দি করা হয়েছে। এদের মধ্যে কর্মকর্তাও রয়েছেন। ইয়াহয়া সারিয়া বলেন, বড় ধরনের এ হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

এছাড়া বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সমর্থন জুগিয়েছে। সৌদি দূর্গে সাম্প্রতিক সময়ে এটিই তাদের সবচেয়ে বড় হামলা। আপাতত এর বেশি কিছু বলতে চাননি তিনি। শিগগির এ ব্যাপারে বিস্তারিত জানাবেন বলে কথা দিয়েছেন হুতিদের এ মুখপাত্র।

 আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন