প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাবে রোহিঙ্গাদের সম্মতি

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার এসব প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন নানা নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা।

শেখ হাসিনা বলেন, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে ঘটনার গুরুত্ব বোঝার আহ্বান জানাবো। ক্যাম্প ছাড়িয়ে এ সংকট বাইরেও বিস্তৃত হচ্ছে। আমাদের সব প্রচেষ্টা সত্ত্বেও এটা একটা আঞ্চলিক হুমকিতে পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে বাস করা রোহিঙ্গা অ্যাক্টিভিস্টরা এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। জার্মানিতে বসবাসরত নেই সান লুইন মনে করেন, শেখ হাসিনার প্রস্তাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর মনের কথারই প্রতিফলন ঘটেছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারটি প্রস্তাব-

১. মিয়ানমারকে রোহিঙ্গাদের কার্যকর প্রত্যাবাসনে উদ্যোগ নিয়ে সংকট নিরসনে রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন ঘটাতে হবে।

২. মিয়ানমারকে বৈষম্যমূলক আইনের বিলোপ ঘটাতে হবে এবং রোহিঙ্গা প্রতিনিধিদের উত্তর রাখাইন অঞ্চল সরেজমিনে পরিদর্শনের অনুমতি দিতে হবে।

৩. রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক বেসামরিক পরিদর্শক মোতায়েন করতে হবে।

৪. রোহিঙ্গা সংকটের মূল কারণ দূর করা, মানবাধিকার লঙ্ঘন ও অন্যান্য অপরাধের সুষ্ঠু বিচার আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে।

জরিপে অংশ নেওয়া রোহিঙ্গাদের ১০ জনের চারজন ক্যাম্পে তাদের থাকার জায়গা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। দশ জনের ছয়জন অসন্তোষ বা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন