‘ইমরান খানের স্ত্রীকে সঠিক পথ বলে দেয় অদৃশ্য আওয়াজ’

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯

ইসমাঈল আযহার: পাকিস্তানের ‘ফার্স্ট লেডি’ বুশরা মানেকা। তার রূপ সৌন্দর্যের প্রশংসা যেমন হয়েছে, তেমনই তার জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন ঘটনার প্রসঙ্গও বারবার উঠে এসেছে। ইমরানের সঙ্গেবিয়ের পর থেকেই অস্বাভাবিক ঘটনা চোখে পড়তে থাকে ইমরানের বাসভবনের কর্মচারীদের।

প্রথম স্ত্রী বিদেশিনী জেমাইমা। দ্বিতীয় স্ত্রী রেহাম খান ছিলেন বিবিসি-র প্রেজেন্টার। তবে তৃতীয় স্ত্রী বুশরা মানেকা একটু আলাদা। তিনি পুরোপুরি ইসলামী অনুশাসন মেনে চলেন। পর্দা করেন। বুশরার পর্দাহীন ছবি মিডিয়াতেও আসে না।

সম্প্রতি বুশরা মানেকা নিয়ে বেশ কিছু খবর প্রকাশিত হয়েছে। পাকিস্তানি প্রভাবশালী গণমাধ্যম ডন অনলাইনের বরাত দিয়ে কলকাতা নিউজে এক প্রতিবেদনে জানিয়েছে,  ইমরানের স্ত্রী বুশরা মানেকার নাকি আয়নায় প্রতিচ্ছবি আসেনা।খবরে আরও বলা হয়, ইমরান খানের কাজের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা জানিয়েছেন এই তথ্য।

আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছে, বুশরা মানেকার কাছে দুটি ‘জিন’ রয়েছে। ওই জিনদুটিকে রান্না করা মাংস খাওয়ান বুশরা। আর তার জেরেই নাকি সব অসম্ভব সম্ভব হয়ে যায়। রিপোর্টের আরও দাবি, একটি গলার আওয়াজ শুনতে পান বুশরা। আর সেই আওয়াজই তাকে সঠিক পথ বলে দেয়। জানা গেছে, বুশরা মানেকাকে নিয়ে গুগলে সবথেকে বেশি সার্চ করে থাকেন পাকিস্তানিরা।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন