দুর্গাপূজার শুভেচ্ছায় ভারতে ইলিশের প্রথম চালান যাচ্ছে আজ

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯

দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ সরকার রফতানি অনুমতি দেওয়া ৫০০ মেট্রিক টন ইলিশ মাছের প্রথম চালান পাঠানো শুরু হচ্ছে আজ রবিবার। এদিন প্রথম চালানে ২৪ টন ইলিশ ভারতে রফতানি হবে। প্রতি কেজি ইলিশের মূল্য ছয় ডলার (প্রায় ৫০০ টাকা) ধরা হয়েছে।

জানা গেছে, এতে কোনও শুল্ক ধরা হয়নি বাংলাদেশের পক্ষ থেকে। ব্যবসায়ীরা জানান, আগামী ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশের সব চালান রফতানির নির্দেশনা রয়েছে। শুল্ক মুক্ত সুবিধায় ছাড় করা হবে ইলিশের এ চালান। বাংলাদেশে ইলিশের সংকট থাকায় ২০১২ সালের পর থেকে ভারতে ইলিশ রফতানি বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার।

এর আগে শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশ ভারতে রফতানির সিদ্ধান্ত নেয় সরকার। প্রতিবেশী রাষ্ট্রের জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে এই ইলিশ পাঠানো হচ্ছে। বুধবার ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দিন।

বাণিজ্য সচিব জানিয়েছিলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৫০০ টন ইলিশের একটি লট ভারতে যাবে। এ পরিমাণ আর বাড়বে না বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগেও শুভেচ্ছা হিসেবে ভারতে ইলিশ পাঠানো হয়েছিল। বাংলাদেশ থেকে বর্তমানে ইলিশ রফতানি বন্ধ রয়েছে। এই বছর বাংলাদেশে ৫ লাখ টনের বেশি ইলিশ উৎপাদনের সম্ভবনা রয়েছে।

আই.এ/পাবলিক ভয়েস

 

মন্তব্য করুন