বাশার আল-আসাদকে হত্যা করুন: ট্রাম্পকে মার্কিন সিনেটর

প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন একজন যুদ্ধবাজ মার্কিন সিনেটর। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এক টুইটার বার্তায় ট্রাম্পের প্রতি এ আহ্বান জানান। ইরানি আন্তর্জাতিক গণমাধ্যম রোববার এক প্রতিবেদনে এখবর দিয়েছে।

টুইটারের এক পোস্টে তিনি বলেন, বাশার আল আসাদের সঙ্গে ট্রাম্পকে সেই আচরণ করতে হবে যে আচরণ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে করেছিলেন।

১৯৮৬ সালে রিগ্যান প্রশাসন লিবিয়ায় হামলা চালিয়েছিল। সে সময় মার্কিন বাহিনী লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণে দেশটির সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি ও তার পরিবারের সদস্যদের ওপর বোমাবর্ষণ করেছিল। কিন্তু তাতে অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান গাদ্দাফি। অবশ্য পরবর্তীতে ২০১১ সালে সশস্ত্র গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও নিহত হন তিনি। মার্কিন সিনেটর এমন সময় সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যা করার আহ্বান জানালেন যখন দেশটিতে গত আট বছরেরও বেশি সময় ধরে সহিংসতা চলছে।

২০১১ সালে এই আমেরিকা ও তার আঞ্চলিক মিত্ররা সিরিয়ায় সন্ত্রাসীদের লেলিয়ে দেয়। এসব সন্ত্রাসী সিরিয়ার বিভিন্ন এলাকা দখলে নিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। অবশ্য ইরানের সামরিক পরামর্শ এবং রাশিয়ার প্রত্যক্ষ সামরিক সহযোগিতায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয় লাভ করেছে দামেস্ক। বর্তমানে সিরিয়ার উত্তরাঞ্চলে অল্প কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে সন্ত্রাসীরা।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন