ভারতীয় সেনা হেলিকপ্টার বিধ্বস্ত; নিহত ২

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯

গত দু’দিন আগে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর এবার বিধ্বস্ত হল ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার। এতে নিহত হয়েছেন দুই পাইলট। দু’জনের মধ্যে একজন ভারতীয় সেনার পাইলট ও অপরজন ভুটানের পাইলট। জানা গিয়েছে ওই ভুটানি পাইলট ভারতীয় সেনার অধীনে ট্রেনিং নিচ্ছিলেন। সেইসময় এই ঘটনা ঘটে। থিম্পু-ভুটানের মাটিতে ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। কলকাতা নিউজ এখবর দিয়েছে।

এই দুর্ঘটনায় এক ভুটানি অফিসার এবং এক ভারতীয় বিমানবাহিনীর অফিসারসহ দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভুটানের তাশিগাংয়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য এইখানে হেলিকপ্টারটি পাহাড়ের গায়ে ধাক্কা মারে তারপরেই বিধ্বস্ত হলে দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে যায় রয়াল ভুটান আর্মি।

এখানকার ইয়ং লোপা ডোমেস্টিক এয়ারপোর্ট এর কাছে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া। তাই প্রাথমিকভাবে হেলিকপ্টারটি উদ্ধার করা সম্ভব হয়নি। রয়েল ভুটান আর্মি জানিয়েছে। এই দুর্ঘটনায়। রয়াল আর্মির এক অফিসার। ও ভারতীয় সেনাবাহিনীর এক কমান্ডার নিহত হয়েছেন।

ঘটনাস্থল তাশিগাং। ইয়ং লোপার ডোমেস্টিক এয়ারপোর্ট। সেখানে উড়ানের কিছু পরে। পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে হেলিকপ্টারটি ভেঙ্গে পড়ে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রয়েল ভুটান আর্মি তরফের উদ্ধারে অংশ নেওয়া হয়। সেই উদ্ধারকাজে একই সঙ্গে অংশ নেয় ভারতীয় সেনাবাহিনী।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন