

ভারতীয় গোয়েন্দারা ফের সতর্কবার্তা দিয়েছে। সতর্কবার্তায় গোয়েন্দারা জানিয়েছে, হাফিজ সইদের নতুন জেহাদি সংগঠন জামাতুল হাদিসের প্রশিক্ষণে তৈরি হচ্ছে প্রায় তিন থেকে চার হাজার পাকিস্তানি নাগরিক। যারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে প্রস্তুত। জেহাদি এ সংগঠনকে পাক সেনারা সাহায্য করছে বলেও জানিয়েছে গোয়েন্দারা। শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম কলকাতা নিউজ এক প্রতিবেদনে খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, পুজোর সপ্তাহেই এই অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে। রাওয়ালপিণ্ডিতে ইতিমধ্যেই ৩-৪ হাজার পাক যুবককে নিয়ে প্রশিক্ষণ শুরু করেছে হাফিজ সইদ। এদের সঙ্গে যোগ দিতে পারে জম্মু কাশ্মীর (স্বাধীনতাকারীরা) লিবারেশন ফ্রন্ট (আজাদি)র সদস্যরা।
প্রতিবেদনে জানানো হয়েছে, সীমান্ত পেরিয়ে কীভাবে ভারতে প্রবেশ করতে হবে, তার পরিকল্পনাও তৈরি করা হয়ে গিয়েছে। সূত্রের খবর ভারত সীমান্তের ৩২টি গোপন ঘাঁটি চিহ্নিত করা হয়েছে। ভারতীয় গোয়েন্দারা এই ৩২টি গোপন ঘাঁটির নামও প্রকাশ করেছেন। এই অনুপ্রবেশ সফল করতে পাক সেনা সীমান্ত বরাবর ভারি হামলা চালাতে পারে। এই তথ্য পাওয়ার পর সীমান্ত সেনা নজরদারি বাড়িয়েছে ভারত।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস