
জাতিসংঘের সাধারণ সভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য বর্জন করল পাকিস্তান। জয়শঙ্করের বক্তব্য রাখার সময় সাধারণ সভার অনুষ্ঠানে এলেনই না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। সার্কভুক্ত দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বিশেষ সম্মেলন চলছিল জাতিসংঘের সাধারণ সভার সাইড লাইনে।
নয়াদিল্লির মতে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের এই আচরণ যথেষ্ট অসাংবিধানিক ও কাঁচা পদক্ষেপ। বৃহস্পতিবার সার্কভুক্ত দেশগুলির বৈঠক শুরু হয়। বৈঠকের শুরু থেকে উপস্থিত ছিলেন না মেহমুদ কুরেশি। কারণ হিসেবে পাক পররাষ্ট্রমন্ত্রী ট্যুইট করে জানায়, কাশ্মীর ইস্যুতে প্রতিবাদ করতেই তাদের এই পদক্ষেপ। সম্মেলনে বক্তব্য রাখার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বেরিয়ে যেতেই সম্মেলনে প্রবেশ করেন পাক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি।
এরপরেই নয়াদিল্লির তরফ থেকে পাকিস্তানের এই আচরণের নিন্দা করে নাটক বলে গোটা ঘটনাকে ব্যাখ্যা করা হয়। আলোচনার পথ পাকিস্তান নিজের হাতেই বন্ধ করে দিচ্ছে বলে জানায় ভারত৷ জয়শঙ্কর জানান, কাশ্মীর থেকে হিংসা দূর করাই কেন্দ্র সরকারের কাছে প্রথম চ্যালেঞ্জ। একটাও যাতে প্রাণহানি না হয়, তার জন্য সদা সচেষ্ট সরকার। ২০১৬ সালে বুরহান ওয়ানির মৃত্যুর পর উত্তপ্ত হয়ে কাশ্মীর। সেই পরিস্থিতি আর চায় না কেন্দ্র।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

