

নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন জাদুঘরে রক্ষিত প্রাচীন মিশরীয় একটি কফিন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ২১ হাজার বছর পুরনো কফিনটি মিশর থেকে চুরি করা হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়ৈছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, দুই বছর আগে মেট্রোপলিটন জাদুঘর কফিনটি বৈশ্বিক পাচার চক্রের কাছ থেকে সংগ্রহ করে।
পাচারকারীরা ভুয়া নথি দিয়ে বিক্রি করে। সোনার কফিনটি ২০১১ সালে মিশর থেকে লুট করে পাচার করা হয়। পারসিয়ান এক শিল্পকর্ম বিক্রেতার কাছ থেকে নিউ ইয়র্কের বিখ্যাত জাদুঘরটি ৪ মিলিয়ন ডলারে কিনেছিল।
এটি প্রথমে জার্মানিতে নেওয়া হয়। সেখানে তা রক্ষণাবেক্ষণের পর ফ্রান্সে নিয়ে আসা হয়। ২০১১ সালে কফিনটি চুরি হওয়ার আগ পর্যন্ত প্রায় ২ হাজার বছর মিনিয়া অঞ্চলে মাটির নিচে পুঁতে রাখা ছিল। ২০২০ সালে মিশরে কফিনটি প্রদর্শন করা হবে।
আই.এ/পাবলিক ভয়েস