

ফিলিস্তিনের জেরুজালেম বিষয়ক মন্ত্রী ফাতি আল-হাদামিকে গ্রেফতার করেছে ইসরাইল পুলিশ। বুধবার ইসরাইলি বাহিনী মন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে ধরে নিয়ে যায়। তাকে এখন পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ইসরাইলের দাবি, অবরুদ্ধ পূর্ব জেরুজালেমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
ফিলিস্তিন বলছে, ইসরাইলের এমন পদক্ষেপ তাদের প্রাত্যহিক হয়রানিমূলক প্রচারণা। ইসরাইল পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড বলেন, ‘তাকে জেরুজালেম জেলার পুলিশের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছে। তবে তিনি এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি।
তার বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। এছাড়া জেরুজালেমে ফিলিস্তিনের গভর্নর আনান ঘাইথ ও তার ছেলেকে তলব করেছে ইসরাইল। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে গভর্নরের বাড়িতেও অভিযান চালায় ইসরায়েল পুলিশ।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস