
রাজধানীতে ভারতীয় রুপিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৬ লাখের অধিক রুপি জব্দ করা হয়। আটককৃতরা হলেন- ইয়াকুব ও হাসান
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে কাকরাইলের এস এ পরিবহনের শাখা থেকে তাদের আটক করা হয়। মতিঝিল জোনের পুলিশের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, এস এ পরিবহনের সামনে থেকে ৪৬ লাখের বেশি রুপিসহ দুইজনকে আটক করা হয়েছে। লাগেজ নিয়ে গাড়িতে ওঠার সময় তাদের আটক করা হয়। কুরিয়ারের কার্গোতে করে দুবাই থেকে এসব রুপি আনা হয়। দুবাই থেকে বাংলাদেশে আসা দুইজন ওই রুপি নেওয়ার জন্য অপেক্ষায় ছিল।
আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে আইন আনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এসি মিশু বিশ্বাস। এ বিষয়ে পল্টন থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
জিআরএস/পাবলিক ভয়েস
