

নাহিদুজ্জামান নাহিদ, বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আগামী ১০ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ২৫ সেপ্টেম্বর শুরু হবার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুর নতুন তারিখ স্বল্প সময়ের মধ্যে জানানো হবে।
সভায় মাননীয় উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানরাসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ভূক্ত ২১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) এবং জাতীয় প্রত্রিকায় প্রকাশ করা হবে।