বৈধ ক্যাসিনো প্রতিষ্ঠা করা হবে: বিমান-পর্যটন সচিব

ক্যাসিনো অভিযান

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯

এবার বৈধ ক্যাসিনো প্রতিষ্ঠার কথা জানালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব মোহাম্মদ মহিবুল হক। রাজধানীজুড়ে আইনশৃঙ্খালা রক্ষাকারী বাহিনীর ক্যাসিনো বিরোধী অভিযান চলছে জোরালোভাবে। আটক হচ্ছে রাঘব-বোয়ালরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে সফরে যাওয়ার আগে এ ব্যাপারে দিয়ে গেছেন কড়া বার্তা। এমন পরিস্থিতিতে বৈধ ক্যাসিনো প্রতিষ্ঠার কথা জানালেন সচিব মহিবুল হক।

সচিব মহিবুল হক বলেছেন, বাংলাদেশে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বৈধ ক্যাসিনো প্রতিষ্ঠাসহ নানা সুযোগ সুবিধা তৈরি করা হবে। মঙ্গলবার সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিমান ও পর্যটন বিষয়ে সংবাদ সম্মলন সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে সরকারের অভিযান যথযথ হলেও, বিদেশি পর্যটকদের জন্য বৈধ ক্যাসিনো প্রতিষ্ঠা করা হবে। যেখানে বিদেশিরা পাসপোর্ট দেখিয়ে প্রবেশ করবে। সরকার পর্যটনের উন্নয়নে প্রয়োজনীয় নানা উদ্যোগ নিচ্ছে।

/এসএস

মন্তব্য করুন