

পাবলিক ভয়েস : রাজধানীর ডেমরার কোনাপাড়ার একটি বাড়ির নিচতলার কক্ষ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের শরীরে আঘাতের চিহ্ন শনাক্ত করা হয়েছে।
আজ সোমবার (৭ জানুয়ারি) রাতে কোনাপাড়ার শাহজালাল রোডের নাসিমা ভিলা নামে ওই বাড়ির নিচতলার কক্ষ থেকে এ দুই মরদেহ উদ্ধার করা হয়। দুই শিশু হলো ওই এলাকার বাসিন্দা পলাশ মিয়ার মেয়ে নুসরাত জাহান ও ফরিদুলের মেয়ে ফারিয়া আক্তার। দু’জনের বয়স ৪ থেকে ৫ বছরের মধ্যে।
কোনাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু হায়াত বলেন, শিশু দু’টি দুপুর থেকেই নিখোঁজ ছিল। তাদের খোঁজ চেয়ে মাইকিংও করা হয়। পরে ওই বাড়ির নিচতলায় দু’জনের মরদেহ খুঁজে পাওয়া গেলে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ডেমরা থানা পুলিশও এসেছে। শিশু দু’টির মরদেহে আঘাত দেখতে পেয়েছি।
এদিকে দুই শিশুর মরদেহ পাওয়া যাওয়ার পর নাসিমা ভিলার আশপাশে শত শত মানুষ ভিড় করেছে। কিভাবে তাদের মৃত্যু হলো, এটা হত্যাকাণ্ড কি-না, সে বিষয়ে এলাকার বাসিন্দারাও স্পষ্ট কিছু বলতে পারছেন না।স্থানীয়রা অভিযোগ করেছে, ধর্ষণের পর হত্যা করা হয়েছে।