

সাব্বির আহমেদ : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথম বারের মত জার্নালিজম ডে পালিত হয়েছে। আজ (৭ জানুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ তাদের প্রথম বর্ষ অতিক্রান্ত করে ২য় বর্ষে পদার্পণ করে। এই বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকতা বিভাগ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ১০ টায় বিভাগ দিবস র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের ফ্রন্ট গেইট থেকে শুরু হয়ে মুক্ত মঞ্চ ঘুরে সাংবাদিকতা বিভাগের সামনে এসে শেষ হয়।
পরবর্তীতে দুপুরে উপাচার্য মহোদয় ড. এস এম ইমামুল হক কেক কেটে জার্নালিজম ডে র শুভ উদ্ভোধন করেন। উদ্ভোধন পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে। উক্ত অনুষ্ঠানে গান, কৌতুক, কবিতা আবৃতি মঞ্চায়িত করা হয়। সন্ধ্যায় নৌকা ভ্রমণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড.এস এম ইমামুল হক। কলা ও মানবিক অনুষদের ডিন ড. মুহসিন উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিনুর রহমান ও বাংলা বিভাগের চেয়ারম্যান এবং সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ববি উপাচার্য ড. এস এম ইমামুল হক বলেন, ” আধুনিক সাংবাদিকতার ধরণ পরিবর্তন হচ্ছে। এক সময় মানুষ শুধু রেডিও তে সংবাদ শুনতো। কিন্তু এখন অবস্থার পরিবর্তন হচ্ছে। তিনি আরো বলেন, আমি যখন ছোট ছিলাম কলকাতা থেকে প্রকাশিত স্টেটসম্যান পত্রিকা পড়তাম। বাংলা পত্রিকা বলতে ইত্তেফাক ও আজাদি পত্রিকা ছিল।
তিনি আরো বলেন বর্তমানে কিছু অসাধু মানুষ আছে যারা অর্থের বিনিময়ে হলুদ সাংবাদিকতা করে। এদের থেকে সাবধান থাকতে হবে। শিক্ষা আর শেখানো এক না। বর্তমানে শিক্ষার্থীরা শেখে না।
তিনি বরিশালে স্থানীয় সাংবাদিকদের জন্য একটি সংক্ষিপ্ত কোর্সের ব্যবস্থা করার জন্য বিভাগীয় চেয়ারম্যান কে এসময় নির্দেশ দেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের সবচেয়ে সেরা সাবজেক্ট হচ্ছে সাংবাদিকতা। এসময় তিনি সাংবাদিকতা বিভাগের জন্য একটি আধুনিক ল্যাব তৈরি দিবেন বলে ঘোষণা দেন। তিনি শিক্ষার্থীর উদ্দেশ্য বলেন তোমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি ইতিহাস।তিনি শুভ কামনা এবং অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করেন।
গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরীফা উম্মে শিরিন বলেন, যতদিন সাংবাদিতা বিভাগ রবে ততদিন উপাচার্য ড.এস এম ইমামুল হকের নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে। যিনি এই বিভাগের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা।
সাংবাদিকতা বিভাগের প্রভাষক ইমরান হোসেন বলেন কমিউনিজম পতন হবার পর একটাই ইজম পৃথিবীতে টিকে আছে তা হলো জার্নালিজম। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাংবাদিকতা বিভাগের প্রভাষক মনিরা বেগম।