
আবির : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগটির সহকারী অধ্যাপক মোহসীনা আহসান। গত রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করা হয়।
তাঁর নিয়োগ আদেশ আজ সোমবার (৭ জানুয়ারি) থেকে পরবর্তী ৩ (তিন) বছর কার্যকর থাকবে। আসিফ আল মতিন-এর স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক মোহসীনা।
বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে প্রণীত ২০০৯ সালের ২৯নং আইনের ধারা ২৮(২) ও (৩) অনুসারে তাকে এই নিয়োগ প্রদান করা হয়। তাঁর নিয়োগ আদেশ ৭ জানুয়ারি ২০১৯ তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছর কার্যকর থাকবে। তিনি বিদায়ী প্রধান আসিফ আল মতিন-এর স্থলাভিষিক্ত হলেন।