ক্যাসিনোর মালিক যুবলীগ নেতা খালেদ অস্ত্রসহ আটক

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে তার গুলশানের বাসা থেকে অবৈধ অস্ত্রসহ আটক করেছে র‍্যাব। তিনি রাজধানীর ফকিরাপুল এলাকায় ‘ইয়াং ম্যান্স ক্লাবে’র অবৈধ ক্যাসিনোর মালিক বলে জানা গেছে।

আজ বুধবার দুপুরের পর গুলশান ২ নম্বরের ৫৯ নম্বর সড়কে খালেদের বাসায় অভিযান শুরু করেন র‌্যাব সদস্যরা। পরে সন্ধ্যায় তাকে আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এর আগে যুবলীগের এ নেতাকে ধরতে রাজধানীর বিভিন্ন জায়গায় র‌্যাব অভিযান চলায়। একই সময় তার গুলশানের বাড়িও ঘেরাও করে রাখে র‌্যাব।

এদিকে খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। মতিঝিল-ফকিরাপুল ক্লাবপাড়ায় ক্যাসিনো থেকে শুরু করে কমপক্ষে সাতটি সরকারি ভবনে ঠিকাদারি নিয়ন্ত্রণ ও সরকারি জমি দখলের মতো নানা অভিযোগ এ নেতার বিরুদ্ধে। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলাও।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার আ.লীগের কার্যনির্বাহী কমিটির সভায় যুবলীগ নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশের পর আ.লীগের সহযোগী সংগঠনটির প্রভাবশালী নেতা খালেদকে আটক করল র‌্যাব।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন