সৌদিতে হামলার উত্তেজনার মধ্যেই আমিরাতের জাহাজ আটক করলো ইরান

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯

সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই উপসাগর থেকে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ আটক করেছে ইরান।

সোমবার ইরানের আধা-সরকারি বার্তা ইসনা জানায়, ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী আড়াই লাখ লিটার ডিজেল পাচারের অভিযোগে এই আমিরাতি নৌযানকে আটক করেছে। ইসনা’র খবরে জাহাজটির ক্রুদের জাতীয়তার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

খবরে বলা হয়েছে, পারসিয়ান উপসাগরে ইরানের বৃহত্তর তান্ব দ্বীপের কাছে জাহাজটি আটক করা হয়। ক্রুদের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের আইনি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

সোমবার সকালে ইরান জানায়, জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির বৈঠকের কোনও সম্ভাবনা নেই।

সোমবার ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা জানায়, সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন আরামকো’র তেল পরিশোধন কেন্দ্রে হামলার পরিকল্পনা রয়েছে তাদের।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন