জমানার ইকবাল কবি মুহিব খানের কবিতা

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯

সরল ভাষায় করছি স্বীকারম

রণ আসার আগে।

জীবন আমার হয়নি সফল

বিফল শতভাগে।

 

শূন্য আমার অস্ত-উদয়

হয়নি তোমার সেই বোধোদয়

স্থবির হলো কবির হৃদয়

গভীর ক্ষত-দাগে।

 

ভালোবাসায় বেঁধে আমায়

বিষাদ বুকে হেনে

নিজেও তুমি নিঃস্ব হলে

জীবন্ত লাশ টেনে

 

বিভোর ছিলাম নিগুঢ় ধ্যানে

বোঝইনি যা তোমার জ্ঞানে

প্রেমের কানন বিরান হলো

ব্যথার করুণ রাগে।

 

কল্পনা আর স্বপ্নে আঁকা

আমার জীবন-ছবি

একলা আমি অন্যরকম

তাই তো আমি কবি

 

যতোই আমার বিচার কর

আমার বিচার ভিন্নতর

আমার সরল মন-চোখে সব

স্বচ্ছ সাদাই লাগে।

 

তুমিই ছিলে সবুজ সাথী

আমার উদার প্রাণে

উদার আমি উদাস হলাম

তোমার অবুঝ বাণে

 

আমার বুকের গোপন বিলাপ

শুনিয়ে আর এখন কী লাভ!

এখন তোমার প্রলাপ শুনেই

রাত নামে, দিন জাগে।

 

প্রেম-পিয়াসী না হয়ে; স্রেফ

মানুষ হতাম যদি!

ভুল বেদনায় বইতো না আজ

তোমার চোখের নদী

 

বুক থেকে প্রেম সরিয়ে নিলাম

সবখানি বুক তোমায় দিলাম

এখন তুমি খেলবে আমার

প্রেম-সমাধির বাগে।

 

কবির ফেসবুক টাইমলাইন থেকে

মন্তব্য করুন