সিরিয়ায় গাড়িবোমা হামলা, নিহত ১২

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯

সিরিয়ার তুর্কি সীমান্ত সংলগ্ন আলেপ্পো প্রদেশে এক গাড়িবোমা হামলায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ডজনখানেক মানুষ। রবিবার আলেপ্পোর কোবানবে শহরে এ গাড়িবোমা হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কোবানবে হাসপাতাল সংলগ্ন একটি কার পার্কিংয়ে এ বিস্ফোরণ ঘটানো হয়। তুরস্ক সীমান্ত থেকে এর দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি। সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে লাখ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ।

প্রসঙ্গত, সিরিয়ার ইদলিবের বেসামরিকীকরণ বা সেনামুক্ত অঞ্চলে গত চারমাসে এক হাজারেরও বেশি বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থার মানবাধিকার বিষয়ক হাই কমিশনরা মিশেল ব্ল্যাচেত বলেন, তারা ২৯ এপ্রিল থেকে ২৯ আগস্ট পর্যন্ত ১ হাজার ৮৯ জন বেসামরিকের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করতে পেরেছেন। ইদলিব সিরিয়ায় বিদ্রোহীদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি। ২০১৮ সালে সামরিক হামলা জোরালো করার মধ্য দিয়ে দেশের বেশিরভাগ অঞ্চল থেকে আসাদ বিদ্রোহীদের সরিয়ে দেওয়া হলে তারা ইদলিব প্রদেশে জড়ো হয়। ২০১৫ সাল থেকে শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে বিদ্রোহীরা।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন