বাঁচতে চায় রাবি শিক্ষার্থী মামুনের মা

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯

রাবি প্রতিনিধি: আব্দুল্লাহ আল মামুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম পিতার বড় ছেলে মামুন। জমিজমা বলতে তেমন কিছুই নেই। দারিদ্রতার কারণে একাডেমিক পড়াশুনার পাশাপাশি টিউশনি করিয়ে নিজের থাকা খাওয়ার খরচ চালায় সে এবং বাকি টাকা বাসায় পাঠায়। এমতাবস্থায় তার মা ‘ব্রেস্ট ক্যান্সার’ রোগে আক্রান্ত।

সম্প্রতি কর্মরত চিকিৎসরা জানিয়েছেন খুব অল্প সময়ের মধ্যেই অপারেশেন করতে না পারলে বড় ধরণের দুর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা করছেন। চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা। অর্থনৈতিক অস্বচ্ছলতার কারণে এই মোটা অঙ্কের টাকা ব্যবস্থা করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। মায়ের বর্তমান অবস্থা জানতে চাইলে চিকিৎসকের বরাত দিয়ে মামুন হাসান বলেন, মায়ের অবস্থা খুব বেশি ভালো না। যত তারাতারি সম্ভব অপারেশন করতে হবে। অপারেশনে বিলম্ব হলে দুর্ঘটনা ঘটতেও পারে। এমতাবস্থায় আমি কি করব বুঝে উঠতে পারছি না।’

এদিকে তার বিভাগের শিক্ষার্থীরা দিন-রাত পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল এবং রাজশাহী শহরসহ বিভিন্ন পাবলিক স্পটে অর্থ সংগ্রহ করেই চলছে। এমতাবস্থায় সকলকে এগিয়ে আসার আহবান জানায় তারা। জানতে চাইলে মেহেদীর সহপাঠীরা বলেন, আমরা একটা চ্যারিটি শো করেছি টাকা ওঠানোর জন্য। বিভাগের সকল বড় ভাই বোনদের সহযোগিতায় আমাদের মায়ের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কর্মচারী, রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নানা শ্রেণিপেশার মানুষের কাছ থেকে ঘুরে ঘুরে টাকা তুলছি। কিন্তু ‘মা’ কে বাঁচাতে এই টাকা যথেষ্ট নয়। আমাদের ‘মা’ কে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতার হাত প্রয়োজন।

এগিয়ে আসুন মামুনের মাকে বাঁচাতে। আপনার ছোট্ট উপকারে সৃষ্টিকর্তা বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ।

সাহায্য করুন এই নাম্বারে:- বিকাশ: ০১৭৬১০০১৭২৭ (মামুন)

মন্তব্য করুন