সিরিয়ায় মার্কিন বাহিনীর যুদ্ধাপরাধ; জাতিসংঘের কঠোর নিন্দা

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৯

সিরিয়ায় বেসামরিক মানুষদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করার দায়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র বাহিনীর কঠোর নিন্দা করেছে জাতিসংঘ স্বতন্ত্র আন্তর্জাতিক তদন্ত কমিশন। কমিশনের নতুন এক প্রতিবেদনে এ নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি নয় বছরের যুদ্ধে দেশটিতে কিভাবে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দেয়া হয়েছে তাও তুলে ধরা হয়েছে এতে।

প্রতিবেদনে নির্বিচারে বেসামরিক সিরিয়বাসীদের লক্ষ্য করে হামলার জন্য মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটকে একক ভাবে দায়ী করা হয়েছে। সিরীয় শহর এবং গ্রামগুলো ব্যাপকভাবে ধ্বংসের জন্যও মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে দায়ী করা হয়। বাস্তুহারা সিরিয়বাসীরা আশ্রয় শিবিরে ঠাঁই নিতে বাধ্য হয়েছে। সেখানে রোগ-শোকসহ মানবেতর পরিস্থিতিতে পরেছেন হতভাগ্য মানুষগুলো।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন