

আমি সেই ফেলানীর ভাই
মাহদী হাসান রিয়াদ
সিমান্তে ঐ ঝুলে থাকা
আমি সেই ফেলানীর ভাই
তবুও নাকি বন্ধু ভারত
লজ্জায় আজ শির ঝুঁকাই।
সেদিন কেবল ছিলনা ঝুলে
আমার বোন ফেলানী
ছিলো যে ঝুলে পুরো বাংলা
রাখি কোথায় এ গ্লানি?
থামবে কবে বন্ধু
এই অভাগা ভাইয়ের কান্না
মোর আহত হৃদয়ে
বইছে আজ শোকের বণ্যা।
আর কতো যে বোন ঝুললে
জাগবে তুমি বাংলাদেশ?
তুমিও কি তবে চাওযে হতে
ফেলানীর মতো নিঃশেষ?