

ভারতের মাটিতে অনুপ্রবেশকারীদের জায়গা নেই। এনআরসির তালিকা প্রকাশের পর বাদ পড়া বাঙালীদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে ভারতের ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই কথা জানান।
এনআরসির তালিকা নাগরিকপুঞ্জির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখের বেশি মানুষ। নাগরিকত্ব প্রমাণের জন্য ফরেনার্স ট্রাইবুন্যালে ১২০ দিনের মধ্যে আবেদন করতে হবে তাদের। যদি সেখানেও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হন, তাহলে হাইকোর্ট পরে সুপ্রিমকোর্টেও যেতে পারেন তারা।
রবিবার দু’দিনের সফরে আসামে গিয়ে অমিত শাহ বলেন, সংবিধানের ৩৭১ অনুচ্ছেদ উত্তর-পূর্ব রাজ্যগুলোকে বিশেষ সুবিধা দেয়া হয়েছে। ৩৭১ অনুচ্ছেদকে সম্মান করে তার সরকার। এমনকি ওই অনুচ্ছেদ প্রত্যাহারে কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট করেন অমিত শাহ।
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের পরই এমন আশঙ্কা উঠতে শুরু করে উত্তর-পূর্ব রাজ্যগুলোর মধ্যে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম আসাম যান অমিত শাহ।
আই.এ/পাবলিক ভয়েস