জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন প্রিন্স সালমানের সৎভাই

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯
ছবি দ্য গার্ডিয়ান

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তার আরেক সন্তানকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়ে এলেন। সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দফতরগুলোর একটি জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। আজ রোববার দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে।

প্রিন্স আবদুল আজিজ বিন সালমান বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের সৎভাই। তেলশিল্প ব্যবস্থাপনায় তার দীর্ঘ অভিজ্ঞতার কারণেই তাকে এই পদে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০১৭ সাল থেকে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন আবদুল আজিজ। এই প্রথম সৌদি রাজপরিবারের কোন সদস্য জ্বালানি মন্ত্রী হলেন।

রোববার এই ঘোষণা দেয়া হয়ছে বাদশার পক্ষ থেকে। বাদশাহ সালমানের এক পুত্র মোহাম্মাদ বিন সালমান বর্তমানে দেশটির ক্রাউন প্রিন্স বা সিংহাসনের উত্তরাধীকারী। আর মোহাম্মাদের ছোট ভাই প্রিন্স খালেদ বিন সালমান বর্তমানে দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী। এবার জ্বালানি মন্ত্রী হলো তাদের আরেক ভাই।

আই.এ/পাবরিক ভয়েস

মন্তব্য করুন