

আইসল্যান্ড সফরে যাওয়ার সময় ভারতের রাষ্ট্রপতিকে পাকিস্তানের এয়ারস্পেস ব্যবহার করার অনুমতি দিল না ইসলামাবাদ। শনিবার এমনটাই জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।
আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও স্লোভেনিয়া সফরে যাওয়ার কথা রাষ্ট্রপতির। সোমবারই রওনা দেবে তিনি। ভারতের সার্বিক অবস্থা নিয়ে ওই সব দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলবেন তিনি। বিশেষত পুলওয়ামা হামলার নিয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে।
এদিন পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের এই সিদ্ধান্তে অনুমোদন রয়েছে ইমরান খানের। কাশ্মীর পরিস্থিতির কথা মাথায় রেখেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। ২৬ ফেব্রুয়ারি যখন ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে প্রবেশ করার পর থেকে আকাশপথ বন্ধ করে দেয় পাকিস্তান।
আই.এ/পাবলিক ভয়েস