

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি সোনাসহ ইউএস বাংলা এয়ারলাইন্সের এক কেবিন ক্রুকে আটক করেছে করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গতকাল বৃহস্পতিবার(৫সেপ্টেম্বর) মৌসুমী নামের কেবিন ক্রুকে আটকের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্সঅ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওমানের মাসকাট বিমানবন্দর থেকে শাহজালাল বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় আসে। সেই ফ্লাইটের ক্রুরা গ্রিন চ্যানেল পার হয়ে বের হয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা কেবিন ক্রু মৌসুমীকে চ্যালেঞ্জ করেন। তাকে কাস্টম জোনে এনে তল্লাশি করা হলে ১০ কেজি সোনা পাওয়া যায়।
আলমগীর আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোৗসুমি জানিয়েছেন, তিনি দেড়লাখ টাকা চুক্তিতে সোনাগুলো বহন করে ঢাকায় এনেছেন। লাকী (ছদ্মনাম) নামের একজনের কাছে এগুলো সরবরাহের কথা ছিল। মৌসুমি এর আগেও বেশ কিছুদিন আগে দুই কেজি সোনা চুক্তিতে বহন করেছেন বলে জানিয়েছেন। মৌসুমির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত শাহজালালে এর আগেও একাধিক নারী ক্রুর বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগ পাওয়া গেছে। নারী ক্রুদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন ধরে সোনা চোরাচালানের ক্যারিয়ার হিসেবে ব্যবহার হয়ে আসছেন।