তুরস্ককে পারমাণবিক শক্তি অর্জনে বাধা না দেওয়ার আহ্বান

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, যেসব দেশের পরমাণু অস্ত্র রয়েছে তারা তুরস্ককে এ অস্ত্রের অধিকারী হওয়ার হতে বাধা দিতে পারে না। তিনি বলেন, কয়েকটি দেশের পারমাণবিক ওয়ারহেডসহ ক্ষেপণাস্ত্র রয়েছে, কিন্তু তারাই বলছে তুরস্ক যাতে পরমাণু অস্ত্রের অধিকারী না হয়। এটা অগ্রহণযোগ্য। বুধবার সিভাস শহরে ক্ষমতাসীন একে পার্টির এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মার্কিন হুমকি-ধমকি উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে যখন তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক বাড়াচ্ছে, তখন তিনি এমন মন্তব্য করলেন। এরদোগান আরও বলেন, বিশ্বে এমন কোনো উন্নত দেশ নেই, যারা এই অস্ত্রের মালিক নয়। তুর্কি প্রেসিডেন্ট দখলদার ইসরাইলের পরমাণু অস্ত্র প্রসঙ্গে বলেন, আমাদের কাছেই ইসরাইল, তারা প্রায় প্রতিবেশী।

ইসরাইল এই অস্ত্রের মালিক হয়ে অন্য দেশকে আতঙ্কিত করে রেখেছে। কেউ তাদের স্পর্শ করতে পারে না। ইহুদিবাদী ইসরাইলের কাছে বিপুল সংখ্যক পরমাণু অস্ত্র রয়েছে। পারমাণবিক ইস্যুতে অবৈধ রাষ্ট্রটি এক ধরনের অস্পষ্টতা বজায় রেখে চলছে। দখলদার ইসরাইল এখন পর্যন্ত পরমাণু অস্ত্র থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন