

বিজেপি সাংসদের দাবি উড়িয়ে দিয়ে ভারতীয় সেনাবাহিনী বলছে কোনও চীনা অনুপ্রবেশ হয়নি ভারতে। বুধবার ওই সাংসদের প্রকাশ করা ভিডিও ভুয়ো বলে দাবি করে একটি বিবৃতি প্রকাশ করেছে সেনাবাহিনী।
ভারতীয় গণমাধ্যম কলকাতা ২৪ এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে প্রবেশের জন্য দইমরু নাল্লাহ এলাকায় একটি কাঠের ব্রিজও বানিয়ে ফেলেছে চিনা সেনাবাহিনী। এই ঘটনা প্রকাশ করে এই ভিডিও পোস্ট করেছেন স্থানীয় এক বিজেপি কর্মী। ভিডিওটি প্রকাশ করেছেন বিজেপি সাংসদ তাপির গাও। অগাষ্ট মাসের শুরুর দিকে এই ভিডিওটি তোলা হয় বলে খবর।
বিজেপি সাংসদ জানান, এক মাস আগে ব্রিজটি বানানো হয়েছে। চিনা সেনারাই এই ব্রিজ নির্মাণ করে। তাপির গাওয়ের মতে অরুণাচল প্রদেশ খুবই স্পর্শকাতর এলাকা। এখানকার পার্বত্য অঞ্চলে একাধিক অনুপ্রবেশের রাস্তা রয়েছে। যা নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন কেন্দ্রের।
বিজেপি সাংসদের দাবি ওই ব্রিজের চারপাশে বুটের দাগ দেখতে পাওয়া গিয়েছে। স্থানীয় বাসিন্দারাই এই খবর দিয়েছেন বলেও জানান তিনি। যদি এই খবর সত্যি হয়, তবে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে তা রীতিমত উদ্বেগের বলে জানায় এই বিজেপি সাংসদ।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই তৈরি হয় চাঞ্চল্য। এরপরই ভারতীয় সেনার তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ‘এরকম কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। বিভিন্ন সংবাদমাধ্যমে যে জায়গার ছবি দেখানো হচ্ছে, সেটি আসলে ফিশ টেল। ওই এলাকায় লাইন অফ কন্ট্রোলের সীমা নিয়ে ভিন্ন ধারনা আছে। ঠিক যেমন অন্যান্য অনেক জায়গাতেই আছে।’ তবে সেনাবাহিনী গিয়ে এই দাবির সত্যতা যাচাই করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অরুণাচল প্রদেশের আনজয় জেলার সানগালাম গ্রামটি চিন সীমান্তের খুব কাছে অবস্থিত৷ রীতিমত স্পর্শকাতর এলাকা হিসেবে এটিকে চিহ্নিত করেছে ভারতীয় সেনা৷ চিন সীমান্ত থেকে এটি মাত্র ২০০ কিমি দূরে অবস্থিত৷
আই.এ/পাবলিক ভয়েস