কুবিতে ‘চাকুরী বিধি-বিধান সংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯
কর্মশালায় অতিথিরা

সজীব বণিক, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষকদের নিয়ে ‘চাকুরী বিধি-বিধান সংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

এটিপি কমিটির আহবায়ক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

বক্তা হিসেবে এ কর্মশালা উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল) এম এ আবদুল আউয়াল, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাকির ছায়াদউল্লাহ খান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক মোহাম্মদ রাজিবুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন