দখলদার ইসরাইলকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: লেবানন

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯

লেবাননের প্রতিরক্ষামন্ত্রী ইলিয়াস বোসাব বলেছেন, তার দেশের সেনাবাহিনী দখলদার ইসরাইলের যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেবে। লেবানন আগের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক শক্তিশালী বলেও জানান তিনি।

প্রতিরক্ষামন্ত্রী বোসাব অনলাইনভিত্তিক আল আহাদ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রতিটি সংকটের মধ্য দিয়ে লেবানন প্রতিরোধকামী সংগঠন, শক্তিশালী প্রেসিডেন্ট এবং বিচক্ষণ কর্মকর্তাদের ছত্রছায়ায় আরও শক্তিশালী হচ্ছে।

এ বিষয়টি এখন সবার কাছেই দৃশ্যমান। ইসরাইলের উচিত এ থেকে শিক্ষা নেওয়া। বোসাব আরও বলেন, লেবাননের প্রেসিডেন্ট এবং দেশের অন্যান্য কর্মকর্তারা বাইরের কোনো চাপকেই গুরুত্ব দেয় না। লেবাননের কর্মকর্তারা সবচেয়ে বেশি যে বিষয়গুলো গুরুত্ব দেয় তা হলো দেশের স্বার্থ এবং অধিকার।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ দখলদার ইসরাইলের হামলার জবাব দেয়ার যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন গতকাল সেটির বাস্তবায়ন ঘটিয়েছেন। গতকালের ওই হামলায় ইসরাইলের সেনা বহনকারী একটি সামরিক যান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং এর ভেতরে থাকা সেনারা হতাহত হয়েছে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন