

হামলা পাল্টা হামলায় উত্তপ্ত ইসরাইল-লেবানন সীমান্ত। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে, তার দেশ লেবাননের ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র সঙ্গে লড়াই করতে পুরোপুরি প্রস্তুত। এর আগে ইসরাইলি সামরিক বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেনাবাহিনীর বেশ কয়েকটি ট্যাঙ্কার ধ্বংস করে বলে দাবি হিজবুল্লাহর। এ দাবি প্রত্যাখ্যান করে লেবাননে পাল্টা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
গত সপ্তাহে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ স্থাপনা লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলার পর থেকেই দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা চলছিল। এরমধ্যেই শনিবার (৩১ আগস্ট) রাতে ইসরাইলকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার ঘোষণা দেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ।
রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরাইলের অভ্যন্তরে এন্টি ট্যাঙ্ক মিসাইল হামলা চালায় হিজবুল্লাহ। লক্ষ্য ছিল ইসরাইলি সামরিক যান এবং সেনা ঘাঁটি। হিজবুল্লাহ’র পক্ষ থেকে দাবি করা হয়, হামলায় ইসরাইলের বেশ কয়েকজন সেনা হতাহতের পাশাপাশি ধ্বংস হয়েছে বেশ কয়েকটি সামরিক যান।
এসময় সাময়িকভাবে আতঙ্কিত হলেও ইসরাইলে হামলা চালানোয় উচ্ছ্বাস প্রকাশ করে সীমান্তের বাসিন্দারা। বাসিন্দারা বলেন, আমরা দেখছিলাম কি ঘটছে। হিজবুল্লাহ একটি সফল অভিযান চালিয়েছে, আমরা সত্যিই গর্বিত। আমরা এই হামলার প্রত্যক্ষদর্শী। এখন আমরা মোটেও ভীত নই।
জানা গেছে, রোববার বিকেলেই লেবানন ভূখণ্ডে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। অন্যদিকে ক্ষয়ক্ষতির বিষয়ে হিজবুল্লাহর দাবি প্রত্যাখ্যান করে দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহর হামলা প্রতিরোধ করা হয়েছে।এর পরক্ষণেই হিজবুল্লাহর হামলার কথা স্বীকার করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, হিজবুল্লাহ মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত তার সেনারা।
বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, শতাধিক গোলা নিক্ষেপের মাধ্যমে আমরা সেগুলো প্রতিরোধ করেছি। তবে পরবর্তীতে যে কোন কিছুই ঘটতে পারে। এজন্য আমরা প্রস্তুত থাকবে। আমি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করেছি। আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের কোন সেনা হতাহত তো হয়নি, তাদের গায়ে একটি আচড়ও লাগেনি।
আই.এ/পাবলিক ভয়েস