

আগেই পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ হুমকি দিয়ে বলেছিলেন অক্টোবর বা নভেম্বরেই ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধতে পারে। এবার তিনি হুমকি দিয়ে বললেন, পাকিস্তানের স্মার্ট বোমা দিয়ে ভারতকে ২২ টুকরো করে ফেলা যাবে। শেখ রশিদ জানান, পাকিস্তানের পরমাণু বোমাগুলির ওজন বেশি নয়, মাত্র ১২৫ থেকে ২৫০ গ্রাম। কিন্তু তার ব্যপকতা মারাত্মক৷ সেগুলো ভারতকে ২২টি টুকরো করে দিতে সক্ষম। এই ধরণের স্মার্ট বোমাগুলি ভারতের কিছু নির্দিষ্ট করা ও চিহ্নিত স্থানে ফেলা হবে, যাতে ভারত আর ঘুরে দাঁড়াতে না পারে। পাকিস্তানি গণমাধ্যমের বরাত দিয়ে কলকাতা নিউজ এ খবর দিয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী শেখ রশিদ বলেছেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপের ক্ষেত্রে দুটি ভুল করেছে। এক, পাকিস্তানকে দুর্বল ভেবে পরমাণু বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। ভারত ভেবেছে পাকিস্তানের হাতে পরমাণু বোমা নেই। দুই, কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়েছে।
রশিদ বলেন জাতিসংঘের কথা শুনে কাশ্মীর নিয়ে ভারত যদি কোনও স্বার্থক পদক্ষেপ নেয়, তবেই পাকিস্তান আলোচনার জন্য এগোবে। এরই সাথে রশিদ নয়াদিল্লিকে সতর্ক করে বলেন, চাইলেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ এড়াতে পারে ভারত। কিন্তু যদি যুদ্ধ বাঁধে তবে ভারতকে ২২টুকরো করে দেওয়ার ক্ষমতা রাখে পাকিস্তান।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস