

পাবলিক ভয়েস : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ভাটারায় প্রাইভেটকার ধাক্কায় রামনাথ(৬০) নামে এক নিরাপত্তাকর্মী ও ফকিরাপুল কাভার্ডভ্যানের চাপায় ইকবাল হোসেন মোল্লা(৩৫) নামে এক বাস হেল্পার নিহত হয়েছে এবং কমলাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার(৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ভাটারা থানাধীন কুড়িলে, শনিবার দিবাগত রাত ২টায় ফকিরাপুলে ও সন্ধ্যায় ৭টার দিকে কমলাপুরে রেলস্টেশন পৃথক ঘটনায় ৩জনের মৃত্যু হয়।
নিহত রামনাথের নাতি আহমেদ চৌধুরী জানান, রাজধানীর একটি বাসার নিরাপত্তাকর্মীর চাকরি করতেন রামনাথ। থাকতেন দক্ষিণ খান প্রেমবাগান এলাকাতে। ভোরে কর্মস্থল থেকে বাসায় ফেরার জন্য কুড়িলে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন তিনি।
এসময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই)আল আমিন কাউসার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে সকালে তার মরদেহ উদ্ধার করে।
এদিকে শনিবার দিবাগত রাতে ফকিরাপুলে কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত হয় ইকবাল হোসেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে নিলে রাত আড়াইটায় মৃত ঘোষণা করেন।
এদিকে কমলাপুর রেলস্টেশন ৬ নাম্বার প্লাটফার্মে একটি ট্রেনের ইঞ্জিলের উপর থেকে পরে গিয়ে অজ্ঞাত নামা ব্যক্তি আহত হয়। পরে দ্রুত রেলওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কমলাপুরে একটি চলন্ত ট্রেনে ইঞ্জিলের ছাদ থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।