বাংলাদেশ ও শ্রীলঙ্কার থেকে বেশি যুদ্ধবিমানের মালিক মাইকেল!

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯
মাইকেল পন্তের যুদ্ধবিমান

 ২০১৯ সালে প্রকাশিত গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স এর প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের ৯০টি এবং শ্রীলঙ্কার ৭৬টি যুদ্ধবিমান আছে। কিন্তু ফ্রান্সের মাইকেল পন্ত নামক এক ব্যক্তির সংগ্রহে ১১০টি যুদ্ধ বিমান রয়েছে। যা বাংলাদেশ ও শ্রীলঙ্কার থেকে অনেক বেশি। তবে, মাইকেলের সংগ্রহে থাকা যুদ্ধবিমান এখন আর সক্রিয় নেই। ৮৭ বছর বয়স্ক মাইকেল পন্ত একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকতা। পাইলটও ছিলেন তিনি।

বর্তমানে মদের ব্যবসা করছেন মাইকেল পন্ত। ফ্রান্সের বিউনে বার্গান্ডি পাহাড়ে কয়েক হেক্টর জায়গা জুড়ে রয়েছে মাইকেলের একটি বিশাল দুর্গ। সেই দুর্গের বাগানেই যুদ্ধবিমানগুলো রাখা হয়েছে। অত্যাধুনিক এফ-১৬ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান, মিগ ২১, ব্রিটিশ আমলে সিঙ্গল ইঞ্জিনের ডিএইচ ১১২ ভেনম যুদ্ধবিমান পন্তের সংগ্রহে আছে। সেনাবাহিনীতে থাকাকালীন যুদ্ধবিমান সংগ্রহের নেশা চাপে তার। ১৯৮০ সাল থেকে বিমান সংগ্রহ শুরু করেন। একটি রেস জেতার জন্য সেনাবাহিনী থেকে পুরস্কার হিসেবে তাকে একটি যুদ্ধবিমান উপহারও দেয়া হয়।

ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে বেশি যুদ্ধবিমান সংগ্রহের কারণে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তালিকায় নাম রয়েছে মাইকেল পন্তর। যুদ্ধবিমান সংগ্রহ সম্পর্কে পন্তে বলেন, যুদ্ধবিমান সংগ্রহ করে আনন্দ পান। পাইলট থাকার কারণে বিমান বাহিনী থেকে কম দামে যুদ্ধবিমান কেনা শুরু করেন। যুদ্ধবিমানগুলো প্রদর্শনের উদ্দেশ্যে তিনি একটি সংগ্রহশালা তৈরি করেছেন। প্রতি বছর প্রায় ৩০ হাজার পর্যটক এই সংগ্রহশালা ভ্রমণের উদ্দেশ্যে ঘুরতে আসেন।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন