

জনতার চাওয়া
আমি চাই যে
একটু বাঁচার অধিকার
কভু চাইনা যে
হতে ধর্ষণের স্বীকার।
আমি চাই
শান্তিময় এক বাংলাদেশ
চাইনা আর
দেখতে প্রাণের নিঃশেষ।
আমি চাইনা
শুনতে বোনের আর্তনাদ
আমি চাই যে
ভাঙতে ধর্ষকের মসনদ।
আমি চাইনা
বাঁচতে লেচ গুটিয়ে
আমি চাই যে
বাঁচতে শির উঁচিয়ে।
মাহদী হাসান রিয়াদ