
বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দিরা প্রথমবারের মতো বালিশ পেলো। মধ্য বৃটিশ যুগে প্রতিষ্ঠিত দক্ষিণাঞ্চলের বৃহত্তম এ কারাগারটিতে অবস্থানরত ১ হাজার ৩শ’ হাজতি ও সাজাপ্রাপ্ত কয়েদির মাঝে বালিশ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান, সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক, জেলার মো. ইউনুস জামান, কারাগার হাসপাতালের চিকিৎসক মো. শামীম রেজা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ। এর আগে জেলা প্রশাসক নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন।
উল্লেখ্য, পূর্বের নিয়মানুযায়ী কারাগারে কয়েদিদের বালিশ দেয়া হতো না। তারা কম্বল দিয়ে বালিশ বানিয়ে তাতে ঘুমাতো। কারাগারের নিয়ম অনুযায়ী হাজতি কিংবা কয়েদীদের জন্য তিনটি করে কম্বল বরাদ্ধ ছিলো। তিনটি কম্বলের মধ্যে একটি বিছানায়, একটি গায়ে দেওয়ার জন্য ও আরেকটি ভাজ করে বালিশ হিসেবে ব্যবহার হতো। এটি অনেকটা কস্টকর। তাই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হেড কোয়ার্টার থেকে সরবরাহ বালিশ বিতরণ করা হয়েছে।
প্রথমবারের মত বালিশ পেয়ে কয়েদী ও হাজতিরা অনেক খুশি।
জিআরএস/পাবলিক ভয়েস
		
