শুরুটা করেছেন মোদি, শেষ করব আমরা: পাকিস্তান

প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯

“শুরুটা মোদি করেছেন, শেষ করব আমরা।” মঙ্গলবার এক টুইটে একথা জানিয়েছেন, পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হুসেইন চৌধুরি। জম্মু-কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলের সমর্থন অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এমনকি এ নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে ইসলামাবাদ। সোমবার জাতির দেওয়া ভাষণে ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের বিরুদ্ধে কাশ্মীরে মানবতা লঙ্ঘনের অভিযোগ করেন। এর শেষ দেখে ছাড়বেন বলে হুঁশিয়ারিও দেন তিনি। তার পরই মঙ্গলবার আকাশসীমা বন্ধ করার হুঁশিয়ারি দিলেন তার মন্ত্রী।

টুইটে মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে লিখেছেন, ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেইসঙ্গে ভারত যাতে স্থলপথে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য করতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে পাকিস্তান সরকারের একজন সিনিয়র মন্ত্রী জানিয়েছেন।

তিনি জানান, বিষয়টি পর্যালোচনা করে দেখছে ইমরান খান সরকার। এ নিয়ে মন্ত্রিসভায় একদফা আলোচনাও হয়েছে। টুইটে ফাওয়াদ হুসেইন চৌধুরি লিখেছেন, ‘ভারতীয় বিমানের জন্য আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দেয়ার চিন্তাভাবনা করছেন ইমরান খান। পাকিস্তানের উপর দিয়ে স্থলপথে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য করে ভারত। সেই রাস্তা বন্ধ করে দেয়া নিয়েও মন্ত্রিসভায় একদফা আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আইনি দিকগুলি নিয়ে কথাবার্তা চলছে।”

৩৭০ ধারা বাতিলের পর অধিকৃত কাশ্মীরে ২৫ দিনের কারফিউ অব্যাহত রয়েছে। মোবাইল ফোন, ইন্টারনেট পরিষেবা এবং টিভি সম্প্রচার স্থগিত রয়েছে। মিডিয়াগুলোর ওপর কঠোর বিধিনিষেধ জারি রয়েছে। পেশা প্রশাসন টেলিফোন পরিষেবা বন্ধ করে দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা স্থগিতকরণ, অবিরাম কারফিউ এবং মারাত্মক বিধিনিষেধের ফলে দুধ, জীবন রক্ষাকারী ওষুধ এবং শিশুদের জন্য অন্যান্য প্রয়োজনীয় পণ্যগুলির ঘাটতি দেখা দিয়েছে। দোকানপাঠ বন্ধ রয়েছে। খাবারের সঙ্কট তৈরি হয়েছে। এ অবস্থায় তাদের জীবনে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। অনেকের জীবনই এখন হুমকির মুখে।

ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

মন্তব্য করুন