
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিরপুরের রূপনগর ঝিলপাড়া বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ঝিলপাড়া বস্তিতে স্বার্থান্বেষী মহল দুরভিসন্ধিমূলকভাবে আগুন ধরিয়েছে কি না তা খতিয়ে দেখতে হবে।
তিনি বলেন, সরকারি জমিতে ঘর বানিয়ে অবৈধভাবে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ দিয়ে যারা প্রতি মাসে কোটি কোটি টাকা মাসোহারা নিয়েছেন, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
নগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আলহাজ্ব আনোয়ার হুসাইন, মাওলানা আরিফুল ইসলাম, হাফেজ ছিদ্দিকুর রহমান, মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জি. মুরাদ হুসাইন, মুফতী ফরিদুল ইসলাম, আলহাজ্ব আব্দুশ শাকুরসহ নগর ও থানা নেতৃবৃন্দ।
অপর দিকে দিনে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ ও পল্টন থানার বিভিন্ন এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ামুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ার প্রত্যয়ে ‘সুন্নাতের আমল করি পরিচ্ছন্ন নগর গড়ি’ মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। বক্তব্য রাখেন শাহবাগ থানা সভাপতি তকদির হুসাইন রুবেল, পল্টন থানা সভাপতি মুফতী আনোয়ার হোসাইন, হাজী মুহা. সিদ্দিকুর রহমান, মুহাম্মদ কামরুল হাসান, কবির হোসেন, মুহা. ইমরান হোসেন, ডা.মামুন খন্দকার প্রমুখ।
