

বেরোবি প্রতিনিধি: যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করতে পারে তারা কখনো ছাত্রলীগের কর্মী হতে পারে না এটা পরিষ্কার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রোববার (২৫ আগস্ট) দুপুর ১টায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া। এসময় শাখা ছাত্রলীগের দু’শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, ব্যক্তি তুষার কিবরিয়া কিংবা নোবেল শেখকে না মানতে পারে কিন্তু ছাত্রলীগ করবে সভাপতি- সাধারন সম্পাদককে মানবেনা এটা হতে পারে না। আপনি আ.লীগ করবেন কিন্তু শেখ হাসিনা কিংবা ওবায়দুল কাদেরকে মানবেন না এটা হতে পারে না। যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করতে পারে তারা যাই বলুক বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে পারেনা, ছাত্রলীগের কর্মী হতে পারেন না। তারা বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন ছাত্রলীগকে কলুষিত করার চেষ্টা করছে। কেন্দ্রীয় সভাপতি রেজোয়ানুল হক শোভন ভাই জানিয়েছেন, যারা এ ধরনের কাজ করেছে তাদেরকে চিহ্নিত করে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। কিন্তু একটি গ্রুপ যারা নিজেদেরকে ছাত্রলীগের কর্মী বলে দাবি করে কিন্তু ছাত্রলীগের কোনো প্রোগ্রামে যাদের সক্রিয় অংশগ্রহন নেই। আমার প্রশ্ন হলো হলো যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে ধারন করে তারা কখনো ২১শে আগস্টের প্রোগ্রামে বাধা দিতে পারেনা এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করতে পারেনা।
উল্লেখ্য, শোক দিবস উপলক্ষে গত (২১ আগস্ট) বুধবার সন্ধ্যায় ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করতে যান শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ। কিন্তু তাকে বাধা প্রদান করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ফয়সাল আযম ফাইনের অনুসারীরা। এসময় তাদের মধ্যে দীর্ঘক্ষণ বাকবিতন্ডা চলে। এর কিছুক্ষণ পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলমের কক্ষে ভাংচুর চালায় ফয়সাল আযম ফাইন। পরে তার নেতৃত্বে শহীদ মুখতার ইলাহী হলে শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া ও হল ছাত্রলীগের সভাপতি হাসান আলীর রুমে ভাংচুর চালায়। এসময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করেন বলে জানা যায়।
জিআরএস/পাবলিক ভয়েস