কাশ্মীরের যুদ্ধ ভারতকেই ধ্বংশ করবে : বিস্ময়বালক হাম্মাদ সাফি

প্রকাশিত: ২:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৯

পাকিস্তানের নান্না প্রফেসর খ্যাত কিশোর মোটিভেটর হাম্মাদ সাফি কাশ্মীরের বর্তমান অবস্থাকে যুদ্ধ পরিস্থিতির সাথে তুলনা করে বলেছেন, কাশ্মীরে যেই যুদ্ধ ভারত সরকার শুরু করেছে তার শেষ আমরাই করবো যদি তারা কাশ্মীরিদের অধিকার রক্ষার সাংবিধানিক ধারা ৩৭০ এবং আর্টিকেল ৩৫-এ পূনর্বহাল না করেন। যুদ্ধ পৃথিবীতে কোনো শান্তি বয়ে আনে না উল্যেখ করে তিনি বলেন, যুদ্ধ শুরু করাটা আমাদের হাতে হলেও এর শেষ কারো হাতে থাকে না। সাধারণ জনগণ তাদের জীবন দিতে হয় যে কোনো যুদ্ধে। তাই কাশ্মীর ইস্যূতে ভারতের উচিত এই যুদ্ধ পরিস্থিতি এড়িয়ে যাওয়া নয়ত এ যুদ্ধে ভারতই ক্ষতির সম্মুখিন হবে।

তিনি কাশ্মীরের পক্ষে বিশ্ব জনমত গঠনের আহবান জানিয়ে বলেছেন, ভারতের শান্তিকামী প্রতিটি জনগণের উচিত কাশ্মীর রক্ষায় এগিয়ে আসা। ভারত সরকার কাশ্মীরের অধিকার রক্ষার যেই ভিত্তি সংবিধানের সেই ৩৭০ ধারা এবং ৩৫-এ আর্টিকেল রদ করার প্রতিবাদে ভারতের শান্তিকামী জনগণকে রাস্তায় নেমে আসার আহবানও জানিয়েছেন তিনি। সাথে সাথে পার্শবর্তী দেশসমূহ তথা বাংলাদেশ, শ্রীলংকা, নেপালসহ সকল দেশের মানুষকে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে কাশ্মীরের পক্ষে অবস্থান নেওয়ার আহবান জানিয়েছেন।

এক ভিডিও বার্তায় এই মেধাবী কিশোর হাম্মাদ সাফি বলেছেন, কাশ্মীরের বিপক্ষে যে ভূমিকা ভারত সরকার নিয়েছে তা কেবল ভারতকেই ক্ষতিগ্রস্থ করবে না বরং এই উপমহাদেশসহ সমগ্র পৃথিবীকে ক্ষতিগ্রস্থ করবে।

হাম্মাদ সাফি পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র বলার বিষয়ে ইন্ডিয়ান জনগণকে বলেন, আপনারা মনে করেন পাকিস্তান একটি সন্ত্রাসী রাষ্ট্র অথচ এসব কেবল ভারতীয় মিডিয়ার অপপ্রচার। পাকিস্তান সব সময়ই সন্ত্রাসের বিপক্ষে সবচেয়ে কঠোর অবস্থান নিয়ে আছে। পাকিস্তান সন্ত্রাসের মোকাবেলা করতে গিয়ে যে পরিমান অর্থনৈতিক সমস্যায় পতিত হয়েছে এবং পাকিস্তানী জনগণের জীবনের নজরাণা পেশ করেছে তা আর কেউ করেনি। এরপরও পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র বলার কোনো যুক্তি থাকার কথা নয়।
বিস্ময়বালক তার ভিডিও বার্তায় ভারতের সরকার ও নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে বলেন, আমাদের প্রধানমন্ত্রী একজন স্পোর্টসম্যান। তিনি একজন খেলোয়াড় ছিলেন। তিনি খেলাধুলার সাংস্কৃতিতে বড় হওয়া একজন রাষ্ট্রনায়ক। তার কাছে কখনওই সন্ত্রাসবাদ স্থান পাবে না। তাই কাশ্মীরের বিষয়ে একতরফা কোনো সন্ত্রাসীমূলক সিদ্ধান্ত না নিয়ে পাকিস্তানের সাথে আলোচনা করে কাশ্মীরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উদাত্ত আহবান জানান।

উল্লেখ্য : পাকিস্তানের নান্না প্রফেসরখ্যাত হাম্মাদ সাফি একজন কিশোর মোটিভেটর। যিনি খুব অল্প বয়সে তার প্রজ্ঞা ও জ্ঞানের মাধ্যমে সকলের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন।

ভিডিও দেখতে ক্লিক করুন 

মন্তব্য করুন