কাশ্মীর নিয়ে ভারতের ধ্বংশাত্মক সিদ্ধান্তের পক্ষে বিজেপির আনন্দ মিছিল

কাশ্মীর

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৯

কাশ্মীরিদের অধিকার হরণ করে ভারতের সাংবিধানের ৩৭০ ধারা বাতিল করে বিজেপিশাসিত ভারত সরকারের বিতর্কিত ও ধ্বংশাত্মক সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে আনন্দ মিছিল করেছে বিজেপির কিছু উগ্র সমর্থকরা।

সংবিধানের ৩৭০ ধারা বাতিলের ঘোষণার পর গতকাল সোমবার বিকেলে দক্ষিণ কলকাতার হাজরায় বিজেপি বিজয় সমাবেশ করে। সেখানে বিজেপির কর্মী–সমর্থকেরা আবির মেখে আনন্দ-উৎসব করে এবং মিষ্টি বিতরণ করে।

হাজরার একাধিক বিজেপি নেতা কাশ্মীরিদের অধিকার হরণের এই বিতর্কিত সিদ্ধান্তকে সাংবিধানিক বিজয় বলে আখ্যায়িত করে বিজেপি প্রধান ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তার টিমকে শুভেচ্ছা জানিয়েছে।

মূলত ভারতের সাংবিধানে থাকা ৩৭০ ধারা কাশ্মীরিদের অধিকার রক্ষার রক্ষাকবচ ছিলো। এই ধারা ও সাংবিধানের ৩৫-এ আর্টিকেলের মাধ্যমে কাশ্মীরের বাসিন্দাদের অধিকার রক্ষা হতো এমনকি এই ৩৭০ ধারা ও ৩৫-এ আর্টিকেলের সূত্র ধরেই কাশ্মীর ভারতের অংশ হিসেবে ছিলো কিন্তু অন্যায়ভাবে এই ধারা বাতিল করে বিজেপি সরকার কাশ্মীরকে ফিলিস্তিনের মতো অবস্থায় ফেলে দিলো বলেই মতামত অনেকের।

বিজেপি সরকারের এই বিতর্কিত সিদ্ধান্তের বিপক্ষে সারা ভারতেই কঠোর প্রতিবাদ জানিয়েছে অনেক সংগঠন। গতকাল সোমবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর নেতৃত্বে অন্যায় ভাবে ভারতের সাংবিধানে থাকা কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা বাতিল ও জম্মু কাশ্মীরকে আলাদা করে ফেলার কেন্দ্রীয় সরকারের বিতর্কিত ও অন্যায় সিদ্ধান্তের পর কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে কলকাতার ভাষা ও চেতনা সমিতি। সমাবেশের পর তারা বিক্ষোভ মিছিলও করেন। এদিন কলকাতায় ফরোয়ার্ড ব্লকও প্রতিবাদ মিছিল করেছে। প্রতিবাদ মিছিল বের করেছে এসইউসিআই ও সিপিআই এমএল-লিবারেশনসহ অনেক দলই।

এছাড়াও ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদ করেছে সিপিএম ও কংগ্রেস। গতকাল বিকেলে সিপিএম ধর্মতলা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলে যোগ দেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, পলিটব্যুরো সদস্য সাবেক সাংসদ মহম্মদ সেলিম প্রমুখ নেতৃবৃন্দ।

এদিন দিল্লিতেও বামফ্রন্ট প্রতিবাদ মিছিল বের করে। মিছিলে ছিলেন সিপিএমের কেন্দ্রীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, বৃন্দা কারাত, হান্নান মোল্লা, ডি রাজা প্রমুখ। গতকাল কলকাতার মহাজাতি সদনে কমরেড মুজাফফর আহমেদের (কাকাবাবু) ১৩১তম জন্মদিনে আয়োজিত সমাবেশের মূল বিষয় হয়ে দাঁড়ায় জম্মু ও কাশ্মীর। সেখানে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, ‘কাশ্মীরে যা করল বিজেপি সরকার, যেকোনো দিন বাংলাকে ভেঙে দিতে তাদের কত সময় লাগবে?’

মন্তব্য করুন