রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৯

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোফাজ্জল হোসেন রিয়াব (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিয়াব বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বোঙ্গা গ্রামের মো. দিদার হোসেন ছেলে। সে পরিবারের সঙ্গে ডেমরা কোনাপাড়া আরাবারি বটতলা এলাকায় থাকতো এবং স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

রিয়াবের দাদী সাহিদা বেগম জানান, সকালে বাসার পাশের একটি মাঠে ক্রিকেট খেলতে যায় রিয়াব। এ সময় মাঠের পাশে একটি দোতলা ভবনের ছাদে বল চলে যায়। পরে সেখান থেকে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকায় একটি কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন বেপারী (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শামীম বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টোলারচর গ্রামের মো. আলী বেপারীর ছেলে। তিনি লালবাগের শহীদ নগর ১০ নম্বর গলির একটি কারখানায় কাজ করতেন।

শামীমের সহকর্মী আমির হোসেন জানান, সকালে কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শামীম। পরে তাকে অচেতন অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, ময়নাতদন্তের জন্য ওই দু’জনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন