

নাহিদুজ্জামান নাহিদ, বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তা (সেকশন অফিসার) মোক্তারুল ইসলামকে ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ। গত রোববার (২৮ জুলাই) সন্ধায় দিনাজপুর জেলার বিরামপুর থানার সীমান্তবর্তী কাটলা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
এসময় তার নিকট থেকে ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরাম থানার ওসি মেহাম্মদ মনিরুজ্জামান।
তিনি বলেন, ‘বিরামপুর থানার সীমান্তবর্তী ইউনিয়ন কাটলা থেকে তাকে আটক করা হয়েছে। গতকাল সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান বলেন, ‘আমরা এখনো অফিসিয়ালি এ বিষয়ে কিছু জানি না। প্রমান পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে।’