ভারতীয় দুতাবাস অভিমূখে ইসলামী আন্দোলনের গণমিছিল জনসমুদ্রে রুপ নিয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল


ভারতে অব্যাহত মুসলিম নির্যাতনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল জনসমুদ্রে রুপ নিয়েছে। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে নিয়ে পুরো পল্টন এলাকায় লাখো সংখ্যার জনগণের উপস্থিতিতে গণমিছিল এখন জনসমুদ্রে রুপ নিয়েছে।
গণমিছিল পুর্ববর্তী সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও সিনিয়র নেতৃবৃন্দ ভারতের বিরুদ্ধে কড়া হুশিয়ারী দিয়ে বলেছেন, অবিলম্বে ভারতে মুসলিম নির্যাতন বন্ধ না করলে ভারতের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীমের নেতৃত্বে গণমিছিলে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সারাদেশ থেকে আগত কর্মী সমর্থকরা।
(বিস্তারিত আসছে)