বেরোবিতে আন্দোলনের মাঝেও লোকপ্রশাসন বিভাগের ফাইনাল পরীক্ষা শুরু

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৯
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের দীর্ঘ ১ মাস ধরে চলমান আন্দোলনের মাঝেও লোকপ্রশাসন বিভাগের ১ম বর্ষের ১ম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। আজ রোববার ২৮ শে জুন দুপুর ১টা ৪৫ মিনিটে এই ব্যাচের পরীক্ষা শুরু হয়।

জানা যায়, গত ২৩ শে জুন থেকে ৩ দফা দাবিতে কর্মচারীদের লাগাতার কর্মবিরোতিতে প্রশাসনিক ভবন তালাবদ্ধ রাখায় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কাজে স্থবিরতা নেমে আসে। কর্মচারীদের আন্দোলন অব্যাহত থাকায় বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। লোকপ্রশাসন বিভাগের শিক্ষকরা ছাত্রদের ভয়াবহ সেশনজটের বিষয়টি ভেবে ঈদের আগে নেয়ার ব্যাবস্থা করে। যাতে করে  শিক্ষার্থীরা সেশনজট নামক অভিশাপ থেকে মুক্তি পায় এই জন্য শত বাধা অতিক্রম করে সেমিস্টার ফাইলান পরীক্ষা নিচ্ছেন ঐ বিভাগের শিক্ষকবৃন্দ।

এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহের বলেন, আমাদের জন্য বিষয়টা চ্যালেঞ্জ ছিল। কর্মচারীদের কোন সহযোগীতা না থাকা সত্বেও পরীক্ষা নেয়া খুবই কষ্টকর। তারপরও আমি বলেছি যত বাধাই আসুক আমরা পরীক্ষা পিছাবো না। বিভাগের শিক্ষক ও অন্য ব্যাচের কিছু ছাত্রের সহযোগীতায় এ ফাইনাল পরীক্ষা নেয়া সম্ভব হয়েছে।

মন্তব্য করুন