মুসলিম বিধায়ককে রামের উত্তরসূরি বলে ‘জয় শ্রীরাম’ বলতে বিজেপি মন্ত্রীর চাপ প্রয়োগ

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৯

এবার ঝাড়খণ্ডের এক মুসলিম বিধায়ককে জয় শ্রীরাম বলার জন্য চাপ দিলেন রাজ্যেরই এক বিজেপি মন্ত্রী। মন্ত্রী রীতিমতো মিডিয়ার সামনেই এই চাপ প্রয়োগ করলেন। খবর আনন্দবাজারের।

শুক্রবার বিধানসভা ভবনের বাইরের চত্বরে সাংবাদিক পরিবেষ্টিত হয়ে গলা জড়াজড়ি করেই দাঁড়িয়েছিলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী সি পি সিংহ ও কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি। খানিকটা মজা করার মতোই আনসারিকে সিপি বলেন, ‘একবার জোরে জয় শ্রীরাম বলুন।’ আনসারি হাসতে হাসতেই তার হাতের লাল ধাগা দেখান। এ পর্যন্ত ঠিকই ছিল।

কিন্তু মন্ত্রী বলতে থাকেন, ‘আরে বাবর, তৈমুর লং, গজনি বা ঘোরি তো আর আপনার পূর্বপূরুষ নয়। আপনি রামেরই উত্তরসূরি।’ আনসারি উত্তর দেন, ‘রামের নামের বদনাম করবেন না। রাম সবার।’ এর পরেই তিনি মন্ত্রীর উদ্দেশে বলতে থাকেন, ‘মানুষ কর্মসংস্থান চায়। রাস্তা চায়, বিদ্যুৎ চায়। তারা চায় নালা পরিষ্কার হোক। যান, অযোধ্যায় যান। দেখে আসুন রাম সেখানে কীভাবে আছেন।’

পরিস্থিতি অন্য দিকে যাচ্ছে বুঝে মন্ত্রী উল্টো দিকে হাঁটা দেন। আর আনসারি নিজের পথে। তবে তত ক্ষণে পুরো ঘটনা মিডিয়ার ক্যামেরায় বন্দি। পরে অবশ্য এই নিয়ে সি পি সিংহ বা ইরফান আনসারি, কেউই মুখ খোলেননি।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন