৮ সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে হংকংয়ে

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৯

পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হংকংয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা৷ গত সপ্তাহে দেশটির নিউ টেরিটরিতে আন্দোলনকারীদের ওপর হামলা হয়। এর প্রতিবাদ জানিয়ে আজ শনিবার আবারেও বিক্ষোভ নেমেছেন তারা৷

জার্মানি গণমাধ্যমের খবরে জানানো হয়, বিক্ষোভকারীরা এসময় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা গেছে৷ বিক্ষোভ থামাতে পুলিশ আন্দোলনরতদের উপর কাঁদুনে গ্যাস ও পিপার স্প্রে করেছে৷ জবাবে বিক্ষোভকারীরা পুলিশের উপর ইট পাটকেল ছুড়েছে।

এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি৷ বিক্ষোভকারীদের উপর হামলা সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গত রবিবার দেশটির নিউ টেরিটরির ইউয়েন লং স্টেশনের পাশে আন্দোলন করছিল একদল বিক্ষোভকারী৷ এ সময় মুখোশধারী একদল যুবক আনদোলনকারীদের উপর অতর্কিত হামলা চালায়৷

এ ঘটনায় অন্তত ৪৫ জন আহত হয়, যারা পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে৷ এরপর থেকে হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ করছিল আন্দোলনকারীরা৷ টানা আট সপ্তাহ ধরে হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভ চলছে৷ একজন অপরাধীকে চীনে হস্তান্তর করার বিষয়ে প্রতিবাদ জানিয়ে গত মাসে বিক্ষোভের সূত্রপাত হয়৷

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন