শিশু হত্যা করে কালো তালিকায় ইসরাইল ও সৌদি আরব

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৯

ইয়েমেনে সামরিক আগ্রাসন চালানোর জন্য সৌদি আরব ও তার মিত্রদেরকে টানা তৃতীয় বছরের মতো শিশু হত্যাকারী দেশ হিসেবে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। সঙ্গে সঙ্গে এ তালিকায় রয়েছে ইহুদিবাদী ইসরাইল। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।

যুদ্ধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষ ও অপুষ্টিতে ভুগে ইয়েমেনে প্রতি বছর শত শত শিশু মারা যাচ্ছে। এদিকে, গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পেশ করা এ প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৮ সালে ফিলিস্তিনি শিশু হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইলকে কালো তালিকাভুক্ত করেছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে জানানো হয়েছে, ২০১৮ সালে সৌদি আরব ইয়েমেন আগ্রাসনে চালিয়ে ৭২৯টি শিশুকে হত্যা অথবা আহত করেছে। গুতেরেসের প্রতিবেদন অনুসারে ২০১৮ সালে ইয়েমেনে সৌদি জোটের সরাসরি হামলায় ৭২৯টি শিশু হতাহত হয়েছে যা ওই বছরে মোট শিশু হতাহতের অর্ধেক।

গত বছর ইসরাইল ৫৯ ফিলিস্তিনি শিশুকে হত্যা করে। এরমধ্যে ইহিুদিবাদী সেনাদের হাতে মারা গেছে ৫৬ শিশু। শিশুদের ওপর এই বাড়তি সেনাশক্তির ব্যবহার ঠেকাতে কার্যকর ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন গুতেরেস। খবরে বলা হয়, এ রিপোর্ট যাতে প্রকাশিত না হয় সেজন্য জাতিসংঘে নিযুক্ত সৌদি ও ইসরাইলি রাষ্ট্রদূত আগে থেকেই চেষ্টা চালিচ্ছিলেন কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন