
সিরিয়ার ইদলিব প্রদেশের আরিহা শহরে বোমা বিস্ফোরণে ভেঙে গেছে একটি বাড়ি। ধ্বংসস্তূপের মধ্যেই আটকে পড়েছে তিন বোন। এরই মধ্যে সবচেয়ে ছোট বোনকে বাঁচানোর চেষ্টায় অপর দুই বোন প্রাণপণে চেপে ধরে রেখেছে আদরের বোনের জামা। আর তাদের ঠিক পেছনে আতঙ্কে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি।
জানা গেছে, তিন বোনের মধ্যে একজনের ইতোমধ্যে মৃত্যু হয়েছে। বাকি দুজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পাঁচ বছর বয়সী রিহাম আল আব্দুল্লাহ ছোট বোনের সবুজ জামা ধরে নিজের জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তাকে বাঁচানো চেষ্টা চালিয়ে গিয়েছে। তাকে বাঁচানো না গেলেও ৭ মাস বয়সী তোউকা মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তৃতীয় বোন দালিয়ার অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল। তবে তার চেস্ট সার্জারি করতে হয়েছে ।
স্থানীয় সংবাদ ওয়েবসাইট এসওয়াই২৪ – এর সাংবাদিক বাশার আল শেখ গত বুধবার ছবিটি তুলেন। সিরিয়ার উত্তরপশ্চিম প্রদেশ ইদলিবের আরিহা শহরে যুদ্ধ বিমান হামলার পরমুহূর্তে তোলা হয় ছবিটি। ছবিটি প্রকাশিত হওয়ার পর দ্রুত ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। এই অঞ্চলের ওপর এপ্রিল মাস থেকে সমানে হামলা চালাচ্ছে সিরিয়ার সরকারী বাহিনী এবং রাশিয়া।
আইএ/পাবলিক ভয়েস

